বরিশাল শহরে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কিছু মুহূর্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

জাকারিয়া আলম দিপুঃ বরিশাল শহরের ২০০ জন সুবিধাবঞ্ছিত শিশুদের সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছিলো বরিশাল স্বেচ্ছাসেবী কিছু উদ্যায়মান তরুন-তরুনী।

৬ জুন বুধবার দৃষ্টি প্রতিবন্ধ বিদ্যালয় ও শিশু সনদ ( বালক) কে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার মাহফিল।

পরিবার থেকে দূরে, অবহেলার চাদরে মোড়ানো হাসি মুখ শিশুদের সাথে রমজানের ইফতার ভাগ করে নিলো স্বেচ্ছাসেবীরা।  ২০০ জনের সাথে ইফতার মাহফিলে উপস্থিত ছিলো উদ্যোক্তা মেহেদি হাসান তানভীর , কিরন, আবির, নাসিম, জুথি,তান্নি,শুভ, ফয়সাল, সাওদা, অন্তরা, রাহাত, সাদেক, ইমরান, আরিফ, সোহাগ সহ আরো অনেকে।

উদ্যোক্তা মেহেদি হাসান তানভীর বলেন,সমাজের অবহেলায় থাকা মানুষের পাশে দাড়ানো আমাদের মত তরুনদের উচিৎ। এসব অবহেলীত মানুষের মৌলিক অধিকারের মান উন্নয়ন করার আমাদের মূল লক্ষ্য।

গত বছর সমাজের অবহেলীত মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে উদ্যোক্তা মেহেদি হাসান তানভীর ও তার কিছু বন্ধুৃদের সাথে নিয়ে অসহায় মানুষের সাথে কিছু সময় কাটানো ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলো।

ফটোগ্যালারীঃ