 মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহফুজুর রহমান
                                            
                                                মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহফুজুর রহমান                                            
                                        
জাকারিয়া আলম দিপুঃ বরিশাল মহানগরীতে কোন মাদক ব্যবসায়ী থাকবেনা বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বিপিএম। মাদকবিরোধী অভিযান সফল করতে তিনি সকলের সহযোগীতা চেয়েছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশকে অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি সকলকে আহবান জানান ।পুলিশের পক্ষ থেকে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ম রমজান থেকে শুরু হওয়া অভিযানে গ্রেফতার হয় দেড় শতাধিক ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান বিপিএম নির্দেশ প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কোতয়ালি মডেল থানা, বন্দর থানা, কাউনিয়া থানা ও এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় বিপুল পরিমান বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও গুলি।
এর মধ্যে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। বিএমপি আইনে মামলার বেশিরভাগই মাদকসেবী ও দেহ ব্যবসায়ী রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, দেশীয় মদ, পাইপগান, চাপাতি, রামদা, আটটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।