নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ ২৯ মে ২০২৩ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশালের একমাত্র নিবন্ধন ভুক্ত ও বেসরকারি সার্ভেয়ারদের সর্ববৃহৎ সংগঠন বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন (বিএনএসএ)’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন এম এ সালাম মিঞা,
সহ-সভাপতি পদে দু’জন যথাক্রমে এস.এম. বাবুল আকতার ও মোঃ রুহুল আমীন,
সহ-সাধারণ সম্পাদক পদে শফিক আমীন ও মোঃ মজিবুল হক,
সাংগঠনিক সম্পাদক পদে কাজী মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে নাঈমুল হাসান প্রিন্স,
কোষাধ্যক্ষ পদে মোঃ কামাল হোসেন খলিফা, সহ-কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল ফয়েজ,
দপ্তর সম্পাদক পদে মোঃ আবির হাসান, সহ-দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজিব,
প্রচার সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন মৃধা, সহ-প্রচার সম্পাদক পদে দু’জন যথাক্রমে ইব্রাহিম খলিল ও হাসানুজ্জামান লাবু,
ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোঃ মফিজুর রহমান রনি,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম ডালিম,
আইন ও বিচার বিষয়ক সম্পাদক পদে এ্যাড. মোঃ রাসেল জোমাদ্দার,
সমাজ সেবা সম্পাদক পদে মোঃ কাঞ্চন সরদার,
ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ সিদ্দিকুর রহমান,
পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোঃ এনায়েত হোসেন,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আঃ রহিম বাবুল
এবং
নির্বাহী সদস্য হিসেবে তিনজন যথাক্রমে মোঃ মালেক সরদার, মোঃ মনিরুজ্জামান হালিম ও মোঃ বাবুল পন্ডিত নির্বাচিত হন।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে সাধারন সম্পাদক পদের প্রার্থী অনুপস্থিত থাকায় সর্বসম্মতিক্রমে পদটি আপাতত স্থগিত করা হয়।
নগরীর বগুড়া রোডস্থ কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আক্তারুজ্জামান সবুজ।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আব্দুল গনি
সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মনিরুজ্জামান মোল্লা।
পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শাহ আলম সরদার।