শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়ামের আউটার ষ্টেডিয়ামে ২০০ স্টল নিয়ে শুরু হচ্ছে উন্নয়ন মেলা। আগামী ৬ অক্টোবর এই ৩ দিনব্যাপী মেলার আয়োজন করছে বরিশাল জেলা প্রশাসন। সারা দেশের ন্যায় বরিশালেও এবার ৪র্থ বারের মত অনুষ্ঠিত হবে এ মেলা।
নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়ামের আউটার ষ্টেডিয়ামে মেলা উপলক্ষে ২০০ টি ষ্টল স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বুধবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শহিদুল ইসলাম, (শিক্ষা ও আইসিটি) ইকবাল আক্তার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ন্যাশনাল ডাইলিজ ব্যুরো চিফ এসোসিয়েশন সভাপতি পুলক চ্যাটার্জীসহ বিভিন্ন মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা থেকে জানানো হয়, সকল দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় সরকারী বেসরকারী দপ্তর, এনজিও, প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ষ্টল থাকবে। এসকল ষ্টলে স্ব স্ব দপ্তরের কর্মকান্ড, নাগরিক সেবা, লক্ষ পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
প্রচার প্রচারণা ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে ফ্রি ওয়াইফাই জোন থাকবে। থাকবে নানা সুযোগ সুবিধা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।