বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক বুধবার এক আদেশে জানান, বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল আহম্মেদ রুমি জানান, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বিভিন্ন দেশের সমর্থকরা সমর্থিত রাষ্ট্রের জাতীয় পতাকা বিশ্ববিদ্যালয়ের যত্রতত্র উত্তোলন করেছেন। স্বাধীন একটি রাষ্ট্রে অন্য কোনো রাষ্ট্রের পতাকা উত্তোলন করা সম্পূর্ণ বেআইনি।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিদেশি পতাকা উত্তোলন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।