শামীম আহমেদ ॥ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার আয়োজনে ও ইউএনডিপির সহযোগীতায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সদস্যদের মাঝে কোভিড-(১৯) করোনা ভাইরাস থেকে নিরাপদে কাজ করার জন্য (পিপিই) মাক্স ও হ্যান্ড স্যাইজার প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ই) নভেম্বর সকাল ১১ টায় প্রেস ক্লাব ৩য় তলার হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে সদস্যদের মাঝে উপহার স্বরুপ হিসাবে তুলে দেন।
বাংলাদেশ বরিশাল মানবাধিকার সাংবাদিক সংস্থার আহবায়ক ও সিনিয়র সাংবাদিকন গোপাল সরকারের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারন সম্পাদক, ও দৈনিক মতবাদ পত্রিকা সম্পাদক এস এম জাকির হোসেন, প্রেস ক্ল সহ-সভাপতি কাজী আল-মামুন, সহ-সভাপতি তপংকর চক্রবর্তী, কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তি যুদ্ধা নুরুল আলম ফরিদ,,দৈনিক পরিবর্তন পত্রিকা প্রকাশক সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্য কাজী মিরাজ মাহমুদ,সাবেক সহ-সভাপতি এম আমজাদ হোসাইন,বরিশাল ইন্ডিপেন্ডেন্ট টিভি ব্যুরো প্রধান মুরাদ আহমেদ।
পিপিই প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিক সাংবাদিক সংস্থার কো-অডিনেটর ফরজানা (ববি) নাদিরা।
পরে প্রেস ক্লাব পূনাঙ্গ সদস্য ও উপস্থি সহযোগী সদস্যদের মধ্যে ইউএনডিপি থেকে পাওয়া (পিপিই) মাক্স ও স্যানিটাইজার প্রদান করা হয়।