 
                                            
                                                                                            
                                        
ধান-নদী-খাল এই তিনে বরিশাল প্রাচ্যের ভেনিস হিসেবে খ্যাত বরিশালে রয়েছে অসংখ্য নদী খাল দ্বারা বেষ্টিত তবে তা এখন ইতিহাসের পাতায় পাওয়া যায়। দখলদারদের আগ্রাসন, অপরিকল্পিত নগরায়ন এবং ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে খাল গুলি এখন মৃতপ্রায়। শুধু জেল খাল নয়, নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া সাগরদী খাল, চাঁদমারী খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, ভাটার খাল ও শোভারানীর খালসহ ২২টি খালের অস্তিত্ব এখনো রয়েছে।
২৬ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন নবগ্রাম খালের পরিস্কার পরিচ্ছন্না ও খনন কাজের শুভ উদ্বোধন করেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিইও বরিশাল সিটি কর্পোরেশ মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল (রাজস্ব) রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর নিশাত তামান্না, সহকারী কমিশনার বরিশাল সুব্রত বিশ্বাস দাস, কাউন্সিল বৃন্দ সহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বরিশাল নগরীর ৫ টি খাল পরিস্কার পরিচ্ছন্ন ও খনন করা হবে খাল গুলি হলো জেল খাল, সাগরদী খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, ভাটার খাল।