 
                                            
                                                                                            
                                        
বরিশালের চকবাজার এলাকায় অভিযানচালিয়ে ৫৪পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইনারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দাশাখা (ডিবি) রোববার বিকেল সাড়ে ৪টারদিকে গোপন সংবাদের ভিত্তিতেএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদলপুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েতাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন–কাউনিয়া থানাধীনপলাশপুর গুচ্ছগ্রাম এলাকার সোহাগহাওলাদারের স্ত্রী খাদিজা আক্তার মনি(৩৫) ও মৃত খোরশেদ হাওলাদারের স্ত্রীশেফালী বেগম (৫৪)।
সংবাদের সত্যতা নিশ্চিত করে এসআইদেলোয়ার হোসেন বলেন, আটক ওই নারীরাদীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় করেআসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতেনগরীর কোতয়ালি মডেল থানাধীন দক্ষিণচকবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারী মাদক বিক্রেতাকে আটক করাহয়।এ সময় তাদের কাছে থেকে ৫৪ পিসইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।