 
                                            
                                                                                            
                                        
ঈদ উল আযহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী, বাস ও নৌ যান মালিক সমিতি সহ সামাজিক সংগঠনগুলোর সাথে মত বিনিময় সভা করেছে বরিশাল জেলা প্রশাসন।গতকাল বেলা ১ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে জানানো হয়, বরিশাল জেলায় কোরবানীর জন্য ১ হাজার ৬৬৫টি স্থান নির্ধারন করা হয়েছে। নির্ধারিত স্থানের বাহিরে পশু কোরবানী দিলে নিজ দায়িত্বে তা পরিষ্কার করতে হবে। অপরদিকে লঞ্চ মালিকদের দৃষ্টি আকর্ষন করে সভায় জানানো হয়, অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদীতে লঞ্চ চালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সভায় পুলিশ, র্যা ব ও ফায়ার সার্ভিসসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।