 
                                            
                                                                                            
                                        
বরিশালের অভিরুচি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া। ঈদে মুক্তি পাওয়ার পর ছবিটি দেখার জন্য প্রতিদিন সিনেমা হলটি দর্শকসমাগমে সরব থাকছে।
প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ বলছে, কয়েক বছর সিনেমা হল থেকে দর্শকেরা মুখ ফিরিয়ে নিলেও বর্তমানে অবস্থা কিছুটা ভিন্ন। ছবির মান ও কাহিনি ভালো হওয়ায় দর্শকেরা আবার হলমুখী হচ্ছেন। পিয়াস রহমান নামের একজন দর্শক বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে ছবি দেখতে এসেছি। ভালো লেগেছে। মানসম্মত ছবি হলে আবার দর্শকেরা হলে ফিরবেন, এতে সন্দেহ নেই।’
অভিরুচি সিনেমা হলের ব্যবস্থাপক সৈয়দ রেজাউল কবির বলেন, ‘আমরা প্রতিবছরই ঈদের সময় আশায় থাকি একটি ভালো ছবির। আমরা দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।’