বরিশাল নগরীর ২১ নং ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে কোতায়ালী থানা পুলিশ।
শুক্রবার (২২ এপ্রিল) মেট্রোপলিটন পরিচালিত মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের বরাত দিয়ে জানানো হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া বেপারিবাড়ির বাসিন্দা আলমগীর (২৫) এবং খুলনা দৌলতপুর রেলগেটের স্থায়ী বাসিন্দা ঢাকা জেলার কেরানীগঞ্জের ভাড়াটিয়া সুধীরচন্দ্র শীল ওরফে বিষু শীলকে আটক করা হয়। তাদের তল্লাশী চালিয়ে ৫কেজি গাজা জব্দ করা হয়।
এসময়ে তাদের সহযোগীরা পালিয়ে যান।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হচ্ছে।