 
                                            
                                                                                            
                                        
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কাশিপুরে জমি বিরোধের জেরে আবদুল লতিফ হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার পাশাপাশি দোকান ভাংচুর করে মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহত আবদুল লতিফ হাওলাদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
হামলায় আহতের স্বজন সূত্রে জানাগেছে, বুধবার (১০ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর কাশিপুরের গণপাড়ার বগার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল লতিফ হাওলাদার গণপাড়ার বগার বাড়ি এলাকার মৃত হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
জানা গেছে- আবদুল লতিফ হাওলাদারের সাথে মিজানুর রহমান ও মানিক হাওলাদার গংয়ের দীর্ঘ ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরআগেও এই বিরোধের জেরে আবদুল লতিফ হাওলাদারের ছেলে ও অজ্ঞীকার ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মো. রিয়াল কুপিয়ে জখম করেছিল তারা। সেই বিরোধের জের ধরে বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে রিয়ালের উপর হামলা চালায় মিজানুর রহমানের ছেলে সিয়াম হাওলাদার (২২), মানিক হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার (২৫) সহ একদল সন্ত্রাসী।
এসময় রিয়ালকে বেধরক মারধর শুরু করে ওই সন্ত্রাসী বাহিনী। সংবাদ পেয়ে রিয়ালের বাবা আবদুল লতিফ হাওলাদার ছুটে আসলে তাকেও কুপিয়ে জখম করে মারুফ ও সিয়ামের সন্ত্রাসী বাহিনী। এসময় ডাক-চিৎকার দিলে খুন ও জখমের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।