 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরীতে গভীর রাতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
আটককৃতরা হলেন—গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্ৰামের বাসিন্দা মো. পারভেজ গোমস্তা হৃদয় (২৫) ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্ৰামের কবিতা আক্তার ইয়াশা (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে এক টায় বরিশাল নগরীর ১নং ওয়ার্ড বিসিকি রোডস্থ জয়নাল আবেদীন বাচ্চুর ভাড়াটিয়া কবিতা আক্তার ইয়াশার দোচালা টিনশেড ঘরের দরজার সামনে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল।
এ সময় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্ৰামের বাসিন্দা আব্দুল মজিদ গোমস্তার ছেলে মো. পারভেজ গোমস্তা হৃদয় ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্ৰামের মো. সুলতান হাওলাদারের মেয়ে কবিতা আক্তার ইয়াশাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই এরা মাদক কারবারি করে আসছে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।