 
                                            
                                                                                            
                                        
শামীম আহমেদ॥ স্মরণ সভায় হাসপাতালের সরকারী এ্যাম্বুলেন্স নিয়ে যোগদান করেছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলা হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সচেতন ব্যক্তিরা বলেন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারনেই কেবল এরকম সিদ্ধান্ত নেয়া সম্ভব।
সূত্রমতে, বরিশালের একমাত্র গরীবের ডাক্তার খ্যাত গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং মাহিলাড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ দাস রনবীরের অকাল মৃত্যুতে শনিবার সকালে কলেজ মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে গভর্নিং বডি। সেখানে হাসপাতালের সরকারী এ্যাম্বুলেন্স নিয়ে স্মরণ সভায় যোগদান করেছেন কর্মকর্তা ও কর্মচারীরারা।
এ ব্যাপারে হাসপাতালের একাধিক চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির জন্য ভুল স্বীকার করে বলেন, হাসপাতালের এ্যাম্বুলেন্স নিয়ে স্মরণ সভায় যোগদান করা ঠিক হয়নি।