#

সরকা‌রি কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর বেসরকা‌রি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ব‌রিশালে মানববন্ধন করা হয়েছে।

শ‌নিবার (০৪ মার্চ) দুপুরে ব‌রিশাল নগরের অ‌শ্বিনী কুমার হলের সামনে ব‌রিশাল বিভাগ সরকা‌রি কলেজের বেসরকা‌রি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপ‌তি ইউসুফ মোল্লার সভাপ‌তিত্বে মানববন্ধনে বক্তব‌্য দেন- বাংলাদেশ সরকা‌রি কর্মচারী সমন্বয় প‌রিষদের উপদেষ্টা আ‌নোয়ার হোসেন আনু, কেন্দ্রীয় সভাপ‌তি মা‌নিক মৃধা, ব‌রিশাল মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা কর্মচারী কল‌্যাণ প‌রিষদের সভাপ‌তি হা‌মিদুল ইসলাম, না‌সির উ‌দ্দিন, মিজানুর রহমান বাচ্চু, ম‌হিউদ্দিন সোহাগ প্রমুখ।

এ সময় বক্তারা সরকা‌রি কলেজ কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান।

Facebook Comments

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন