 
                                            
                                                                                            
                                        
শামীম আহমেদ ॥বিগত প্রায় তিন বছর যাব বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকা ভূক্তিকরন কার্যক্রম না করার প্রতিবাদে এবং এম,সি,কিউ পরীক্ষায় উত্তীর্ন আইস শিক্ষানবীশদের সরাসরি গেজেটের মাধ্যমে এ্যাডভোকেট হিসাবে সনদ প্রদান করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বার এ্যাসোসিয়েশন শিক্ষানবীশ আইনজীবী সমন্বয় পরিষদ।
আজ মঙ্গলবার (৩০ই) জুন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল সাড়ে ১০ টায় নগরে প্রানকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যাবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল জেলা বার এ্যাসোসিয়েশনের শিক্ষানবীশ সংগঠনের সমন্বয়কারী মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী মোঃ সরোয়ার হোসেন,সোনিয়া আক্তার,মোঃ মাসুদ খান,মোঃ রিয়াজ হোসেন,ইসরাত জাহান ডলি,প্রদিপ চন্দ্র হালদার,মোঃ মাইনুল হোসেন রিন্টু,তুষার রঞ্জন পাল,সোনিয়া আক্তার মুনা,রিপন হালদার,অনুপ চন্দ্র শীল,দুলাল বনিক,মোঃ রেজাউল করিম,হিমেল অধিকারী,মোঃ আল আমিন হোসেন, গোপাল চন্দ্র শীল,মোঃ সুজন খান,মোঃ মিজানুর রহমান,সালমা আক্তার,সাদিয়া আক্তার প্রমুখ।
বক্তারা, বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে আমাদের এস,সি,কিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা অনিাশ্চত হয়ে পড়ায় তাই ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ন শিক্ষানবীশ আইনজীবীদের আইনজীবী তালিকায় অন্তভূক্ত করা ও গেজেটের মাধ্যমে প্রকাশ করার দাবী জানান।
এছাড়া ২০২০ সালের মধ্যেই এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করে ২০১৭ সালের আপিল বিভাগের রায় কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি ´না করেন।
এসময় তারা আরো বলেন, বছরের পর বছর আদালতের রায়ের অবমাননা আইনের ছাত্র হয়ে আমরা কখনো প্রত্যশা করি না।
তাই অবিলম্বে শিক্ষানবীশ আইনজীবীদের দাবী মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধন কর্মসূচি থেকে।