বরিশালে মৌসুমের বৃষ্টি শুরু, অব্যাহত থাকতে পারে আরও দুই দিন

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালে মৌসুমের প্রথম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম বলেন, দিনভর আকাশ মেঘলা ছিল। সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা ছিল। এদিন দুপুরে বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজতে দেখা গেছে বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের।

তিনি বলেন, কালবৈশাখীর প্রভাবে বৃষ্টিপাত হয়েছে। তবে যে কোনো সময় ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড় এলে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।