বরিশালে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি

লেখক:
প্রকাশ: ৭ years ago

মহান স্বাধীনতা যুদ্বে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধার পোষ্যদের সংরক্ষিত কোটা বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন সহ প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড জেলা,মহানগর ও সদর উপজেলা সহ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সন্তান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে মানববন্ধন কমৃসূচি পালন করেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সভাপতি শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রবীন মুক্তিযোদ্ধারা বলেন আমরা যখন স্বাধীনতা যুদ্বের ৫০ বছর পূর্তি উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছি সে মুহুর্তে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কোটা সংকোচনের জন্য একটি চক্র ধৃষ্টতা দেখাচ্ছে। তারা বলেন স্বাধীনতার চেতনা বিরোধী এ চক্রটি কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধার ভাবমূর্ত্তি ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কোটা বাতিলের নামে স্বাধীনতা বিরোধী চক্রটি মুক্তিযোদ্ধার আদর্শকে বিনষ্ট করতে কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা আরো বলেন ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্দু মুক্তিযোদ্ধাদের যে কোটা দিয়েছিলেন তা ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী চক্র এ কোটাকে বাদ দিতে পারেনি। তাইমুক্তিযোদ্ধা কোটা কোনক্রমেই সংকোচিত করা যাবেনা।

এসময় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্বা এনায়েত হোসেন চৌধূরী,মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোখলেচুর রহমান,বরিশাল সদর উপজেলা মুক্তিযুদ্বা ডিপুটি কমান্ডার আঃ রব,সৈয়দ আনিসুর রহমান, মুক্তিযুদ্বা আনসার আলি হাওলাদার,প্রদিপ কুমার ঘোষ পুতুল,কাউসার আহমেদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা আহবায়ক হাসান মাহমুদ বাবু। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।