 
                                            
                                                                                            
                                        
আজ ৪ জানুয়ারি শনিবার সকাল ১১ টার দিকে, জেলা প্রশাসন বরিশালের আয়োজনে। নগরীর কাউনিয়ায় অবস্থিত মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ জন দরিদ্র শীতার্ত শিক্ষার্থীদের মাঝে স্কুল প্রাঙ্গনে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকির, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বিদ্যুৎসাহী সদস্য ম্যানেজিং কমিটি মফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম,সভাপতি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ বরিশাল ফারুক আহমেদসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।