 
                                            
                                                                                            
                                        
বরিশালের তথা বাংলাদেশের অন্যতম পাবলিক ফেসবুক গ্রুপের শিশুদের সম্মানে ইফতার পার্টি ও দোয়া মাহফিলেরর আয়োজন করা হয় গত রবিবার। সমাজ উন্নয়নে আমরা সর্বদাই জাগ্রত স্লোগান নিয়ে প্রথমবার ইফতার পার্টিতে অর্ধশতাধিক শিশুরা উপস্তিত হয়। দোয়া মাহফিলের পরিচালনা করেন কারী মোহাম্মদ আবদুস শাকুর মেহেরী। এসময় গ্রুপের এডমিন,সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস অব লাখুটিয়া ফেসবুক গ্রুপটির এটাই প্রথম কোনো প্রগ্রাম। সকলের একান্ত সহোযোগীতা নিয়ে পরিবরতিতে তিনজন গুনী মানুষকে মরনত্তর সম্মাননা দেয়া,বরিশাল- বাবুগঞ্জ রুটে ফুল স্মরণি, মাদক নিয়ে সচেতন মুলক আলোচনা সভা,লাখুটিয়া জজমিদারবাড়ির সসংস্কার দাবীসহ বিভিন্ন সামাজিক প্রগ্রামের পরিকল্পনা রয়েছে।