বরিশালে ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ টার দিকে, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) শিল্প মন্ত্রণালয় ঢাকা এবং জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষ বরিশালে। ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি রেজিস্ট্রার ডিপিডিটি মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বরিশাল জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা বরিশালের ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন সম্ভাবনা ও চ্যালেঞ্জর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।