 
                                            
                                                                                            
                                        
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলায় ভূমি ও গৃহহীন ১৫৭জন পাচ্ছে জমি সহ ঘর।
শনিবার (১৬ জানুয়ারী)বরিশালে ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শনে যান পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম।
এসময় তিনি নির্মানাধীন ঘরে কাজের খোঁজ খবর নেন এবং কাজের মানের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে গুনগত মান ঠিক রেখে ঘর নির্মানের পরামর্শ দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, বরিশাল যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ।