 
                                            
                                                                                            
                                        
বরিশালের আগৈলঝাড়ায় রাবেয়া বেগম নামে ৮০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ এপ্রিল) সকালে নিজ ঘরের পাশের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
রাবেয়া বেগম উপজেলার বাকল ইউনিয়নের যেবসেন গ্ৰামের বাসিন্দা মৃত করীম আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
রাবেয়ার ছেলে মোতালব পাইক বলেন, অনকদিন ধরে তার মা অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে সকলের অগোচরে বাড়ি সংলগ্ন আমগাছের সঙ্গে নিজের পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস দেন বলে তার ধারণা।
তিনি আরও জানান, সোমবার সকালে মায়ের সন্ধান না পেয়ে খুঁজতে গিয়ে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মায়ের লাশ দেখে পুলিশে খবর দেই। খবর পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশ এসে মায়ের লাশ নামিয়ে থানায় নিয়ে যায়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ময়ানাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।