শারদীয় দুর্গাপূঁজার দশমী বিহীত পূঁজা ও দর্পন বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার মধ্যে বিজয়া দশমী পুঁজা সম্পন্ন হয়।
এ দিনে দুর্গা দেবী পৈত্রিক নিবাস ছেড়ে কৈলাশে চলে যায়। এজন্য মহাদশমীতে প্রতিটি মন্ডপেই বিষাদের ছাপ দেখা যায়।
আজ (২৬ অক্টোবর) সকালে দশমী ও দর্পন বিসর্জনে ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল। করোনার কারণে সন্ধ্যার মধ্যে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে প্রতীমা বিসর্জন দিতে বলেছে পুলিশ।
নগরীর সদর রোডের জগন্নাথ দেব মন্দিরের পুরোহিত রাজীব বনিক বলেন, আজ সকাল ৭টা থেকে দশমী পূজা শুরু হয়। ৮টায় অঞ্জলী নেন ভক্তরা। বিকেল থেকে প্রতীমা বিসর্জন হবে কীর্তনখোলা নদীতে।
মন্দিরে আগত ভক্তরা জানান, এবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়েছে। এদিন দূর্গা মা বিদায় হন। মায়ের বিসর্জনের মধ্যদিয়ে করোনার মহামারী দূর হয়ে যাবে আশা তাদের।