 
                                            
                                                                                            
                                        
উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন বরিশাল সদর বরিশাল এর আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় বরিশাল সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হক খান মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।