 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেট।
রোববার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর রূপাতলী হাউজিং এর ২৫ নম্বর রোডের ডি-ব্লকের চতুর্থ তলা ভবনে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক কারবারিরা হল- মো. রাসেল হাওলাদার ও মো. রাসেল খান। এরা ওই ভবনে থেকে নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন।
ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মীর শওকত আলীর নেতৃত্বে এসআই হেলালুজ্জামানের সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করে।
এই ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার এসআই হেলালুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তাছাড়া আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।