বরিশালে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও বিএফআরআই এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায়। মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসন বরিশালের সহযোগিতা, সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও বিএফআরআই এর আওতাধীন জেলা পর্যায়ের অফিস প্রধানের সাথে বরিশাল বিভাগীয় কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রওনক মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক মৎস্য অধিদপ্তর কাজী শামস আফরোজ, মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর ডাঃ আবদুল জব্বার শিকদার, পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল মোঃ মিজানুর রহমান, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ মৎস ও প্রাণী অধিদপ্তরের বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি বরিশালের প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও বিএফআরআই এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনায় এক পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে মুক্ত আলোচনা করেন অতিথিরা।