 
                                            
                                                                                            
                                        
জাকারিয়া আলম দিপুঃ বরিশালে পুলিশের মাস্টার প্যারেডে সালাম গ্রহন করলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিঃ আইজি) মোশারফ হোসেন। আজ ৩ই ডিসেম্বর সোমবার বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন ও প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড কমান্ডার উপ-পুলিশ কমিশনার(বিএমপি) মোঃ সালেহ্ উদ্দিন এর পরিচালনায় বরিশাল জেলা পুলিশ লাইন মাঠে এ প্যারেড অনুষ্ঠানের এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বিপিএম উপ-পুলিশ কমিশনার (সদর) হাবিবুর রহমান খান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোজ্জায়েম হোসেন ভূইয়া,উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, ডিসি (সিএসবি) আবু রায়হান মুহাম্মদ ছালেহ্, এসি (সিএসবি) নাসির উদ্দিন মল্লিক ,কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সহ বরিশালে কর্মরত পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।