 
                                            
                                                                                            
                                        
উন্নয়নমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি এই স্লোগানে বরিশালে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নগরের বগুরারোডস্থ সমবায় অফিস থেকে একটি র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সার্কিট হাউজ চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্ভোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম। পরবর্তীতে সার্কিট হাউজের ধানসিঁরি সভাকক্ষে বরিশাল সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ সভাপতি তারিক বিন ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম। বক্তব্য রাখেন – অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনির হোসেন হাওলাদার, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ নুরুজ্জামান, বরিশাল জেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান , বিআরডিবি’র উপ পরিচালক জহিরুল হক মৃধা প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ পাঁচ ব্যাক্তি ও সংগঠনের মধ্যে ক্রেষ্ট বিতরন করা হয়।