 
                                            
                                                                                            
                                        
বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে সেরজান আলী (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। নিহত সেরজান আলীর সুরৎতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
জানা গেছে, নিহত সেরজান আলীর সঙ্গে পার্শ্ববর্তী একটি গ্রুপের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সেরজান আলীকে প্রতিপক্ষরা মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।