 
                                            
                                                                                            
                                        
গ্রামীণ ফোনের জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ডিলার অফিসে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ চুরি
সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ সাত লাখ টাকা, বিপুল পরিমান রিচার্জ কার্ডসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়েছে।
খবর পেয়ে শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে গ্রামীণ ফোনের দুই উপজেলার ডিলার ও গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, উত্তর বিজয়পুরস্থ অফিসের পেছন দিয়ে কৌশলে একাধিকস্থানের দরজা ও কলাপসিবল গেট ভেঙ্গে সংঘবদ্ধ চোরেরা অফিসের ভিতরে প্রবেশ করে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত চলছে।