 
                                            
                                                                                            
                                        
বরিশাল সদর উপজেলার কাশিপুরে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আরও একটিতে চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে জানায় স্থানীয়রা।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘রোববার বিকেলে স্থানীয়রা বিষয়টি দেখতে পায়। এটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একই সঙ্গে পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এস আই রিয়াজুল ইসলাম বলেন, ‘কাশিপুরের হাওলাদার বাড়ির মৃত আব্দুস ছত্তার হাওলাদারের কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালে ৬৩ বছর বয়সে ওই ব্যক্তি মারা গেছেন।’
এসআই আরো জানান, পাশের আরেকটি কবর খোড়া হয়েছিল। কিন্তু কঙ্কাল বের করতে পারেনি। স্থানীয়দের বিষয়টি নিয়ে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।