বরিশালে ঐতিহ্যবাহী বিএম স্কুলে ১৩৫তম ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের প্রাচীনতম বিদ্যাবিঠ অশ্বিনী কুমার দত্তের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) স্কুলে ১৩৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সকাল ১১টায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জাতীয় সঙ্গিতের সাথে বেলুন-ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিএম স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র কক্তৃতায় শিক্ষার্থীর উদ্দেশ্যে মেয়র বলেন, প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা ও জ্ঞান চর্চার পাশাপাশি খেলা-ধুলার দিকে মনোযুগী হতে হবে। এতে তোমাদের মন মানসিকতার পরিবর্তন আসনে।

তিনি বলেন, তোমরাই ভবিস্যৎ প্রজন্ম। তোমারাই দেশ পরিচালনা করবে। খেলা-ধুলা, শিক্ষা ও জ্ঞান চর্চার মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে বিশ্বের নতুন শিখরে পৌছে দিবে।

বিএম স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মাহাবুব মোর্সেদ শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিসি’র ১৯নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মেয়র সাদিক আবদুল্লাহ আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাÑধুলার মান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছেন। পাশাপাশি বরিশাল মহানগরীকে শিশু বান্ধন একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলার কথা বলেন মেয়র।

আর আগে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শিক্ষার্থীদের মাটপার্স ছালাম গ্রহন করেন। পরে মশাল প্রজ্জলনের মাধ্যমে বিদ্যালয়ের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়।