বরিশালে অনলাইন নারী উদ্যাক্তাদের নিয়ে এনকেএম ই-কমার্স সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যাক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই মে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নগরীর বিভাগীয় গনগ্রন্হাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন রোজা শরীফ, সভাপতিত্ব করেন এনকেএম ই কমার্স সোসাইটির প্রতিষ্ঠাতা গাজী রনি শ্রাবনী।
৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামিম চৌধুরী উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর,বরিশাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স তালুকদার সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল, ড: মোঃ আহসান উল্যাহ উপ পরিচালক বিভাগীয় গন-গ্রন্হাগার, বরিশাল।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন প্রধান অতিথি, এসময় বরিশালের শতাধিক নারী উদ্যাক্তারা অংশ গ্রহন করে। এই অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই নারী উদ্যাক্তারা খুব সহজেই ক্রয় বিক্রয় করতে পারে।