কালবৈশাখী ঝড়
#

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর দেড়টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, দুপুর দেড়টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন