বরিশালে অদ্ভুত বাছুরের জন্ম!

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালে দুই মাথা ও ছয় পাওয়ালা অদ্ভুত এক বাছুরের জন্ম হয়েছে। শুধু তাই নয়, বাছুরটির একটি লেজের স্থলে দুটি লেজ রয়েছে। মঙ্গলবার (৪ ডিস্বের) সকালে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে নবগ্রাম রোডস্থ ললিত দাসের পোল-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ওই এলাকায় পড়ে গেছে বেশ হইচই।

তবে গাভীটিকে বাঁচাতে গিয়ে প্রসবের সময় বাছুরটির মৃত্যু হয়েছে। এ নিয়ে দুঃখ প্রকাশ করে মালিক হানিফ গাজী বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে গাভীটি লালনপালন করে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম।

তিনি জানান, সকালে গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়, যা দেখে পশু চিকিৎসক ডাকা হয়। তারা এসে অনেকক্ষণ চেষ্টা করেও মাথা বের করতে না পারলে শঙ্কার সৃষ্টি হয়। পরে ভিন্ন কৌশলে বাছুরটিকে বাইরে বের করে আনা হয়। এতে গাভীটি বেঁচে গেলেও বাছুরটির মৃত্যু হয়।

মালিক হানিফ জানান, গাভীটি এর আগেও দুটি বাচ্চা প্রসব করেছে, যা ভালোভাবেই বেড়ে উঠেছে।