 
                                            
                                                                                            
                                        
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহমান মুকুল।
আজ রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন কাজে অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে পদক তুলে দেন সরকারপ্রধান।
একজন চৌকস কর্মকর্তা হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই প্রাপ্তিতে বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় তথা বিএমপি পরিবারের পক্ষ থেকে মোঃ আব্দুর রহমান মুকুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।