 
                                            
                                                                                            
                                        
বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম এবং একই থানার পরিদর্শক (ওসি তদন্ত) হাবিবুর রহমানকে থানা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
একই সঙ্গে ভোলা জেলার পুলিশ লাইন্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক সাঈদ আহমেদকে ভোলার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়নের জন্যও অনুরোধ জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান লিখিতভাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ হেডকোয়ার্টার্সকে এ সুপারিশ জানায়।
প্রশাসনিক কারণে পুলিশের এই তিনজন পরিদর্শককে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার ও পদায়নের জন্য উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত ওই বার্তায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ হেডকোয়ার্টার্সকে অনুরোধ জানানো হয়।