বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে কালভার্ট অথবা ব্রিজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৩ years ago

সিলেটে ভয়াবহ বন্যায় পানিপ্রবাহ দূর করতে সিলেট-সুনামগঞ্জের অনেক সড়ক কেটে ফেলা হয়েছে। ভেঙে গেছে কিছু সড়কও। এমতাবস্থায় বন্যায় ভেঙে ও কেটে ফেলা সড়কের ওপরে নতুন করে কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করতে হবে। এসব স্থানে নতুন করে পুনরায় সড়ক নির্মাণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

 

পরিকল্পনামন্ত্রী বলেন, আজ একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন হাওর এলাকায় আর কোনো নতুন রাস্তা না করতে। কারণ পানি চলাচলে বাধা দিলে বন্যার সৃষ্টি হতে পারে। তাই বেশি করে ব্রিজ ও কালভার্ট করতে হবে।

 

সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের নতুন নির্মাণ না করে ব্রিজ ও কালভার্ট করে পানি প্রবাহ ঠিক রেখে প্রকল্প হাতে নিতে বলেছেন প্রধানমন্ত্রী। পানি প্রবাহ বাধা দেওয়া যাবে না। পুনর্বাসনের জন্য দ্রুত একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব করেছেন পরিকল্পনামন্ত্রী।