বঙ্গবন্ধু শিল্প পুরস্কার-২০২২ পাচ্ছে ওয়ালটন

লেখক:
প্রকাশ: ২ years ago

দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ছয় ক্যাটাগরিতে ১২ শিল্পপ্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২২ দেবে সরকার। এতে হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

সোমবার (৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

এবার বৃহৎ শিল্প শ্রেণিতে রানার অটোমোবাইলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও বিএসআরএম স্টিলস পুরস্কার পাচ্ছে। মাঝারি শিল্প শ্রেণিতে নিতা কোম্পানি ও নোমান টেরি টাওয়েল মিলস, ক্ষুদ্র শিল্পে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, বসুমতী ডিস্ট্রিবিউশন ও টেকনো মিডিয়া পুরস্কার পাচ্ছে।

 

হাই-টেক শিল্পে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কাররের জন্য মনোনীত করা হয়েছে। মাইক্রো শিল্পে পুরস্কারের জন্য গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং এবং কুটির শিল্পে সামসুন্নাহার টেক্সটাইল মনোনীত হয়েছে।

শিল্প মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে এ পুরস্কার প্রবর্তন করে। সে বছর সাত ক্যাটাগরিতে মোট ২৩ শিল্পপ্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ দেওয়া হয়।

 

প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেওয়া হয়।