ফেনীতে নকল মোড়কে আইসক্রীম, ব্যবসায়ীর ১০ দিনের কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৭ years ago

ফেনীতে কোয়ালিটি আইসক্রিমের মোড়কে নকল আইসক্রীম প্যাক করে বাজারজাতের দায়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ফেনী জেলা প্রশাসন। অভিযানে নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে ফ্রিজের ভেতর শত শত আইসক্রীম যার মোড়কে লেখা কোয়ালিটি আইসক্রিম। মোড়কের গায়ে প্রস্তুতকারক হিসেবে চট্টগ্রামের ঠিকানা। অথচ এই আইসক্রীম তৈরী হচ্ছে ফেনীতে। বেশিরভাগ আইসক্রিমে নেই কোন মেয়াদ, নেই বিএসটিআই এর অনুমোদন। এসব আইসক্রিমের ভোক্তাদের এক বড় অংশ শিশুরা হওয়ায় আদালত অভিযুক্ত মালিক নাসির উদ্দিন চৌধুরী (৫৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশ প্রদান করে।
অভিযানে স্বাস্থ্য বিভাগের জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ভেজাল ও নকলের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।