 
                                            
                                                                                            
                                        
গাজা উপত্যাকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার হামলার পরপর গাজার হাসপাতালে লাশের পর লাশ আসতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ১৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় আহতের সংখ্যা এক হাজার ৬০০ ছাড়িয়েছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা শুরু করে। ইসরায়েলের হামাসের এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। হামাস জানিয়েছে, তারা প্রায় পাঁচ হাজার রকেট ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। হামলায় ৪৩ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ডেইলি প্যালেস্টাইন জানিয়েছে, গাজার দক্ষিণে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। গাজায় বিমান হামলায় হতাহতদের উদ্ধারে জন্য যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ক্রুসহ বেশ কয়েক জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালে কয়েক ডজন হতাহতকে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে বিপুল সংখ্যক শোকার্ত পরিবার হাসপাতালের দিকে ছুটতে শুরু করেছে।