প্রস্তাব পেলে বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজ করতে চান বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হয়ে আসা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ ওটিস গিবসন। সাম্প্রতিক বাংলাদেশের পেস বোলিং কোচ ল্যাঙ্গাবেল্ট এর দায়িত্ব ছাড়ার পর কিছু গণমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচের দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ল্যাঙ্গাবেল্ট। আর এতে করে তার রেখে যাওয়া পদে বোর্ড গিবসনকে ভাবছে বলে বেশ গুঞ্জন ক্রিকেট পাড়ায়। যদিও গিবসন বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্স এর কারণে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব হারান তিনি। তাকে পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে কি না জানতে চাইলে গিবসন বলেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটকে পর্যবেক্ষণ করি। এখানে ভালো মানের ক্রিকেটার আছে। বিপিএল বেশ উপভোগ করছি।বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেলে কাজ করতে চাই। যদিও এখন পর্যন্ত বিসিবির কেউ আনুষ্ঠানিকভাবে আমাকে প্রস্তাব দেয়নি।’