করোনাভাইরাসের কারণে প্রবাসীদের আপাতত দেশে না ফেরার অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য দেশে থাকা প্রবাসীরা যেন না ফেরেন, তা নিশ্চিত করতে শ্রম উইং ব্যবস্থা নেবে। প্রবাসী বাংলাদেশিদের আন্তঃদেশীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা থেকে এসব পরামর্শ দেওয়া হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এতে আইওএম, আইএলও এবং বায়রা প্রতিনিধিরাও যোগ দেন।
করোনা প্রতিরোধে গণমাধ্যমে ব্যাপক প্রচারসহ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।