প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করেছে জাতীয় পার্টি ও গণফোরাম

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছে জাতীয় পার্টি ও গণফোরামের শীর্ষ নেতৃবৃন্দ।

শনিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সরকারি গেস্ট হাউজ যমুনায় গিয়ে রাজনৈতিক সংলাপে অংশ নেন তারা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

গণফোরামের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তার প্রতিনিধি দলে ছিলেন, মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।

এছাড়া জাতীয় পার্টির নেতৃত্বে দেন জিএম কাদের। তার প্রতিনিধি দলে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মজিবুর রহমান চুন্নু, মাশরুর মওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন।

এদিকে এদিন ৩টা থেকে ৭টি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলো হলো- ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলাম।

বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচঘণ্টা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।