সর্বত্র গ্রাস করছে বায়ুদূষণ। ঘরের ভিতর হোক বা বাইরে নিঃশব্দে বসিয়ে দিচ্ছে থাবা। ইউএন-এর বিশেষজ্ঞ ও হিউম্যান রাইটের বিশেষজ্ঞদের মতে বায়ুদূষণের জেরে প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন মানুষ যার মধ্যে ৬ লক্ষই শিশু, তারা নির্ধারিত সময়ের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
ইউএন এর বিশেষ সাংবাদিক ডেভিড আর বয়েডের মতে, ৬ বিলিয়নের বেশি মানুষের এক তৃতীয়াংশই শিশু তারা নিয়মিত এই বিষ-বাতাসের খপ্পরে পড়ছে। ফলে তাদের জীবন, স্বাস্থ্য ভালো থাকা সবই প্রশ্নের মুখে পড়ছে।
বায়ুদূষণ মোকাবিলা করা সম্ভব বলেও জানান বয়েড। জোর দিয়ে তিনি বলেন, ‘বায়ুদূষণের কিন্তু মোকাবিলা করা সম্ভব। স্বাস্থ্য, জল, নিকাশি, বাড়ি ও সুস্থ পরিবেশ আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।’
তিনি আরো বলেন, ‘ভারত ও ইন্দোনেশিয়ার বহু পরিবারে চারপাশের পরিবেশকে সাফ করে এবং কয়লার উনুনের বদলে পরিচ্ছন্ন রান্নাঘরের ব্যবস্থা করে বায়ুদূষণের প্রকোপ থেকে অনেকটা মুক্তি পাওয়া গিয়েছে।’