বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
সোমবার (৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল (ডিআইজি) এস এম আক্তারুজ্জামানকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. আজাদ মিয়াকে সারদার ভাইস-প্রিন্সিপালের দায়িত্ব দেয়া হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের জন্য নির্দেশ দেয়া হয়েছে।