 মার্ক জাকারবার্গ
                                            
                                                মার্ক জাকারবার্গ                                            
                                        
কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে চলে যাওয়ার কথা স্বীকার করে এর আগেও নিজের ফেসবুক পেজে ক্ষমা চেয়েছিলেন মার্ক জাকারবার্গ। এবার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদপত্রে পুরো এক পাতা বিজ্ঞাপন প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ফেসবুকের এই প্রতিষ্ঠাতা। খবর ইকোনমিক টাইমসের।
নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ আমেরিকা ও বৃটেনের প্রধান দৈনিকগুলোতে গত রোববার এক পাতা বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চান জাকারবার্গ।
জাকারবার্গের স্বাক্ষর করা বিজ্ঞাপনে বলা হয়, ‘আপনার তথ্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তা যদি না দিতে পারি তাহলে আপনাদের সেবা দেওয়ার যোগ্য নই আমরা। কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে ফেসবুকের আস্থা নষ্ট হয়েছে।’

ওই বিজ্ঞাপনে আরও বলা হয়, ‘একজন বিশ্ববিদ্যালয় গবেষকের তৈরি করা কুইজভিত্তিক একটি অ্যাপের কথা আপনারা শুনেছেন। যে অ্যাপটি ব্যবহার করে ২০১৪ সালে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।এই ধরনের ঘটনা বিশ্বাসভঙ্গের শামিল। আমি দুঃখ প্রকাশ করছি, কারণ সে সময় আমরা কিছু করতে পারিনি। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি।’
ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে।
গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে কেমব্রিজ অ্যানালিটিকা এসব অভিযোগ অস্বীকার করেছে।