 
                                            
                                                                                            
                                        
পিরোজপুরে জিয়াউল হক মৃধা জুয়েল (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জিয়াউল হক মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের ইউনুস মৃধার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর সোনাখালী বাজারে অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেট কেনাবেচা সময় জিয়াউল হকে ২০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন বাদী হয়ে জিয়াউল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৪ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই ওই মাদক বিক্রেতার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন। আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন ফজলুল হক।