পিরোজপুরে গৃহবধুকে যৌন হয়রানির দায়ে বখাটের অর্থদণ্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago
????????????????

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধুকে যৌন হয়রানির অভিযোগে ভ্রাম্যমান আদালত বখাটে শামীম (৩৫) নামে এক যুবককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস এ রায় দেন।

বখাটে যুবক শামীম উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মঠবাড়িয়া থানার এসআই শহিদুল জানান- সোমবার রাতে আন্ধারমানিক গ্রামের গৃহবধু (২৫) কে মঠবাড়িয়া বাজর থেকে বাড়ি ফেরার পথে পথ আটকিয়ে বখাটে যুবক শামীম অশ্লীল কথাবার্তা, কুপ্রস্তাব দেয়াসহ মটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ খবর পেয়ে হাতেনাতে বখাটে শামীমকে আটক করে। পরে আজ মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে বখাটে শামীমকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত।